‘জানা রোগ অজানা কথা’ গ্রন্থমেলায়
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে ডা. সাকলায়েন রাসেলের ‘জানা রোগ অজানা কথা’। সোমবার বিকাল চারটায় বইটির মোড়ক উন্মোচন হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। ৫০ টি অজানা রোগের তথ্য তুলে ধরা হয়েছে বইটিতে। লেখক জানান, এমন কিছু রোগ রয়েছে যা মানুষের কাছে রোগ বলে গণ্য হয়না। অথচ এসব রোগ শরীরে নানা জটিলতার সৃষ্টি করে। লেখক বইটিতে রোগের তথ্যগুলো এমনভাবে তুলে এনেছেন, যা পড়ে পাঠকের মনে হতেই পারে বিষয়টি তাদের জানা ছিল। ডা. সাকলায়েন রাসেল চিকিৎসা পেশার পাশাপাশি টিভি উপস্থাপক ও সংবাদ পাঠক...
Posted Under : Health News
Viewed#: 25
See details.

